৮ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া আজ সোমবার বার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে আইন শৃঙখলা ও সন্ত্রাস,নাশকতা প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় উপস্থিত গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আমিরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখিঁ, গজারিয়া সরকারী কলেজ এর অধ্যক্ষ মোঃশহিদুল ইসলাম,গজারিয়া থানার অফিসার ইনচার্জ(অপারেশন) মোঃমোক্তার হোসেন, হাইওয়ে পুলিশ এর ওসি মোঃসালাউদ্দিন আহমেদ,গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃমিজানুর রহমান প্রধান,টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃসালাউদ্দিন মাষ্টার, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।