১১ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলা উপজেলা পরিষদের উদ্যেগে ২৫ মার্চ গণ হত্যাদিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুমূলক সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয় । উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা চেয়ারম্যান শাহ্ বোরহান উদ্দিন , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ , নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান , ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার , উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জুয়েল,সাবেক মুক্তিযোদ্বা সংসদ কমান্ডার আবুল মনসুর , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন । এসময় নকলা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম ,নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন সহ উপজেলা পরিষদের কর্মকর্তা , ইউপি চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন । সভায় ১২ দিন ব্যাপী বিস্তারিত কর্মসূচীর মাধ্যমে পালনের জন্য সিদ্বান্ত নেওয়া হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।