১৫ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় বিশ্ব ভোক্তা দিবস -২০২১ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউর ইসলাম চৌধুরী সভাপতিত্বে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয় মুজিব বর্ষে শপথ করি,প্লাস্টিক দূষণ রোধ করি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল, স্যানেটারী ইন্সপেক্টর ফারহানা খান রুবা, আলোচনা সভায় সূচনা ব্যক্তব্য রাখেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গজারিয়া উপজেলা শাখার সভাপতি এস এম নাসির উদ্দিন, আরো ও বক্তব্য রাখেন ক্যাব গজারিয়া শাখার সিনিয়র সহ সভাপতি, মিজানুর রহমান, সহ সভাপতি শেখ নজরুল ইসলাম, সাংবাদিক মহিউদ্দিন আহমেদ । যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন মাষ্টার, কার্যকরি সদস্য আবদুল হাকিম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ উপজেলার এলাকার দোকানদারগন ।,
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।