১৭ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ১৭ মার্চ ২০২১ বুধবার বিকাল ৩ ঘটিকায় ভবেরচর বহুমুখী সমিতি মার্কেট মানবাধিকার অফিসে গজারিয়া উপজেলা প্রাত্তন ছাএলীগ ফাউন্ডেশন আয়োজিত গজারিয়া উপজেলা প্রাত্তন ছাএলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক জনাব মাহবুব আলম শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, মুন্সিগঞ্জ -৩ ও বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাড. মৃণাল কান্তি দাস। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ রেফায়েত উল্লাহ খান (তোতা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাঃ মাজহারুল হক তপন বিভাগীয় প্রধান, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আরো উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান প্রধান, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মনিরুল হক মিঠু, গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার সাইদ লিটু, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জনাব ফরিদা ইয়াসমিন, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ চৌধুরী অরেঞ্জ, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান ও সাধারণ সম্পাদক আহমেদ রোবেল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিপি রিপন। প্রধান অতিথি তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ও জীবন বৃত্তান্ত তুলে ধরেন। তিনি আরো বলেন বঙ্গবন্ধু যদি বেচে থাকতে দেশ আজ উন্নত রাষ্টে পরিনিত হত।তার ই পথ ধরে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা উন্নয়নশীল দেশে পরিনত করেছেন।তার দীর্ঘ আয়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।