August 2, 2025, 3:36 pm
সর্বশেষ:
অধিকারের জমি নয়, দুর্বৃত্তের লুটের শিকার গ্রামবাংলা সাধারণত্বেই অসাধারণ: তারেক রহমানের নেতৃত্বের পাঠ ইসিকে ধন্যবাদ জানিয়ে মেঘনায় বিএনপির সভা মেঘনায় এলজিইডির উদ্যোগে ৯টি নতুন ব্রীজ ও ৩৪ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্প সয়েল টেস্ট সম্পন্ন, দ্রুত শুরু হচ্ছে নির্মাণ কাজ ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ৬০ প্রকল্পের শত ঠিকাদার, টাকা তুলে নিয়ে উধাও গারদ খানার মতো মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস পরিবেশ স্বাস্থ্যসম্মত না হওয়ায় জনদুর্ভোগ চরমে দেশে নৈরাজ্যের আশঙ্কা এসবির, সব জেলায় সতর্কবার্তা সত্যের কলম রক্তাক্ত: মেঘনায় সাংবাদিক নিপীড়নের শ্বাসরুদ্ধ পরিবেশ জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

শেরপুরে নকল সোনার বারসহ গ্রেফতার -২

২৩ মে,২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে ৬টি নকল সোনার বারসহ ২ জনকে গ্রেফতার করেছে। রোববার রাত ২টায় প্রতাবিয়া গ্রামের আবেদ আলীর বসতবাড়ি হতে এ ৬টি নকল বার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, শেরপুর পৌরসভার চাপাতলি মহল্লার দুলাল মিয়ার ছেলে ভুলু মিয়া (৪২) ও তাতালপুর মনকান্দা এলাকার সাইদুর রহমানের ছেলে ফারুক হোসেন (৪৮)।পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনাবরকান্দা আবেদ আলীর বসতবাড়ি থেকে প্রতারনার উদ্দেশ্যে ওই ৬টি নকল সোনার বার মজুদ রাখা হয়েছিলো। এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানা পুলিশ গভীর রাতে অভিযান পরিচালনা করে সেখানে রাখা ওই নকল সোনার বারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন নকল বারসহ দুই প্রতারকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান। ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা