• সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি যাত্রী বেশে ট্রলারে উঠে অপহরণকারীরা, দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি — পরে মিলল লাশ গজারিয়ায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবতী এভারকেয়ারে ভর্তি হলেন খালেদা জিয়া মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: মাহফুজ আলম হোমনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমা হকের বহিস্কারাদেশ প্রত্যাহার গ্রামীণ জনপদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গ্রাম পুলিশ বাহিনীর সুবিধা ও জবাবদিহি বাড়াতে হবে আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে দুদকের গণশুনানি অনুষ্ঠিত ক্ষমতা বা আসন ভাগাভাগির ভিত্তিতে সমঝোতায় যাবে না এনসিপি : নাহিদ ইসলাম

হোমনায় উচ্চ ফলনশীল বিনাতিল-২ এর মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

 

সৈয়দ আনোয়ার,হোমনা,কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর ব্লকের উচ্চ ফলনশীল জাতের কালো বিনাতিল-২ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে উপজেলার দড়িচর মোড়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, কুমিল্লার উদ্যোগে বিনা উদ্ভাবিত কালো বর্নের উচ্চফলনশীল ও স্বল্পজীবনকালীন বিনাতিল-২ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষে মাঠ দিবসে স্থানীয়ভাবে এলাকার শতাধিক কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মহাপরিচালক কৃষিবিদ ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিনা উপকেন্দ্র, কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বিনার পরিচালক (গবেষণা), কৃষিবিদ ড. মো. আব্দুল মালেক, কুমিল্লা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো.মিজানুর রহমান, বিনা উপকেন্দ্র, কুমিল্লার বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. জুয়েল সরকার ও অর্পিতা সেন এবং হোমনা উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোতাহার হোসেন, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, কৃষক মো. লাল মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিনাতিল-২ অল্প খরচ ও কম পরিশ্রমে অধিক ফসল উৎপাদন করা যায়। কালো তিল বিনাতিল-২ জাতের গাছে অনেক শাখা ও লম্বা বিধায় এতে ফলন বৃদ্ধি পায়, বিঘা প্রতি ৪ থেকে ৫ মণ ফলন হয়। পাশাপাশি কৃষি জমিতে পানি আটকে গেলেও তা ২-৩ দিন পর্যন্ত টিকে থাকে যা অন্য তিল চাষে সম্ভব নয়। এর চাষে চাষী ভাইদের ভোজ্য তেলের চাহিদা মিটিয়ে বাকি অংশ বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হওয়া সম্ভব বলে জানান বক্তারা।

জাতীয় বঙ্গবন্ধু কৃষি পুরুস্কার প্রাপ্ত কৃষক লাল মিয়া তার জমিতে চাষ করা বিনাতিল-২ সরেজমিনে দেখিয়ে বলেন, বিনাতিল-২ চাষে আমি অভাবনীয় সফলতা দেখছি। অল্প খরচ ও সহজে চাষযোগ্য এই তিল অধিক ফলন দেয়, পাশাপাশি বিক্রি করতে গেলেও দুইগুণ বেশী মূল্য পাওয়া যায়। উদাহরন দিতে গিয়ে তিনি জানান অন্য তিল যেখানে মণ প্রতি ২৪০০ শত টাকা, বিনাতিল-২ এর দাম ৪২০০ শত টাকা প্রতি মণ। তিনি তাঁর জমিতে উৎপাদিত বিনাতিল-২ এর বীজ অন্য কৃষকদের মাঝে ছড়িয়ে দিবেন বলে জানান। তিনি আরো বলেন এই তিলে তেলের পরিমানও অনেক ৪০% যা অন্য যেকোনো তিলের চেয়ে বেশি। সামনের বছর হোমনায় বৃহৎ পরিসরে বিনাতিল-২ চাষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন