February 23, 2025, 7:16 pm
সর্বশেষ:
মেঘনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত লাকসাম যাওয়ার পথে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া মেঘনায় এসিল্যান্ডসহ কর্মকর্তাহীন একাধিক দপ্তর, সেবাবঞ্চিত নাগরিকরা ডিসিদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাজার নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার নির্দেশ হাসিনা এখনো ক্ষমতায় থাকলে আমাদের ফাঁসি দিয়ে দিত : রুহুল কবির রিজভী  আজ মেঘনা উপজেলা বিএনপির কাউন্সিল, প্রধান অতিথি রিজভী বিয়ের পিড়িতে বসা হলোনা রেমিট্যান্স যোদ্ধা আনিসুর রহমানের   মেঘনা বিএনপির সম্মেলন ঘিরে ব্যস্ত সেলিম ভুইয়া, শনিবার আসছেন রুহুল কবির রিজভী র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে প্রয়োজনীয় সংস্কারের সময় দেবে জামায়াত: গোলাম পরওয়ার

প্রেমিকার সামেনই গায়ে আগুন দিলো প্রেমিক

১২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পলিয়ে বিয়ে করার প্রস্তাবে সাড়া না দেয়ায় হতাশ হয়ে প্রেমিকার সামনে গায়ে আগুন ধরিয়ে পুড়ে দগ্ধ হয়েছেন সাব্বির হোসেন (২২) নামে এক প্রেমিক। বর্তমানে আহত অবস্থায় ওই যুবক কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে রংপুরের কাউনিয়া কলেজ মাঠ এলাকায় ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, কাউনিয়া উপজেলা সদরের হরিশ্বর গ্রামের সাইদুর রহমানের কলেজপড়ুয়া ছেলে সাব্বিরের সঙ্গে একই কলেজের জনৈক এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের প্রায় নয় মাসের প্রেমকাহিনী ওই ছাত্রীর বাবাসহ পরিবার জেনে যায়। মেয়ের পরিবার তাকে অন্যত্র বিয়ে দেয়ার কথাবার্তা চালায়।

এ কথা শুনে সাব্বির কৌশলে প্রেমিকাকে কাউনিয়া কলেজ মাঠসংলগ্ন রেললাইনের ধারে ডেকে এনে পালিয়ে বিয়ে করার প্রস্তাব দেয়। এতে অস্বীকৃতি জানালে দু’জনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বোতলে আনা কেরোসিন শরীরে ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় সাব্বির। পরে স্থানীয়রা তাকে কাউনিয়া হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ জানায়, করোনায় কলেজ বন্ধ থাকায় সাব্বির হোসেন ঢাকায় ওষুধ কোম্পানিতে চাকরি করছে। সে প্রেমিকার বিয়ের সংবাদ পেয়ে বাড়িতে এসে এ ঘটনা ঘটায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কাউনিয়া থানার ওসি (তদন্ত) মো. সেলিমুর রহমান জানান, কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা