July 11, 2025, 5:17 am
সর্বশেষ:
তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি

তথ্যের অভাবে টাকা পাচার থামানো যাচ্ছে না: দুদক চেয়ারম্যান

১৫ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মানিলন্ডারিং বা অর্থপাচার ঠেকাতে প্রধান বাধা হিসেবে তথ্য-প্রমাণের অভাবকে দায়ী করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

মঙ্গলবার (১৫ জুন) দুর্নীতির সংবাদ সংগ্রহে দায়িত্বরত সাংবাদিকদের সংগঠন, রিপোটার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) কার্যনির্বাহি কমিটির সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

আলোচনায় সাংবাদিকরা জানাতে চান, মানিলন্ডারিং বা অর্থপাচারের বিষয়ে দুদকের বর্তমান কমিশন বিশেষ কোন কমিটি গঠন করবে কিনা? যে কমিটি- দেশে ও বিদেশে অর্থপাচারকারীদের চিহ্নিত ও বিচারের আওতায় নিয়ে আসবে।  এমন প্রশ্নের উত্তরে দুদক চেয়ারম্যান বলেন, ‘যেসব অভিযোগ আসে, তার ভিত্তিতে আমরা কাজ করি। মানিলন্ডারিং এর বিষয়ে আমাদের কাছে সাধারণত তথ্য আসতে হয়। এ ব্যাপারে যেসব তথ্য থাকতে হয়, তা সাধারণত ডকুমেন্টরি হয়। তা সঠিকভাবে পেলে আমাদের মামলায় হারার কোনো সুযোগ নাই।  এ কারণে এসব মামলায় আমরা সাফল্যও পাচ্ছি।’

তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে আমার যে অভিজ্ঞতা। মানিলন্ডারিং ঠেকাতে এই ডকুমেন্ট বা তথ্য পাওয়ায়ই এখন আমাদের প্রধান অন্তরায়।’

পরিকল্পনার বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আন্তর্জাতিকভাবেও আমাদের কাছে তথ্য সংগ্রহের নির্দেশ আসে। এই সংক্রান্ত বিষয়ে আমরা জাতিসংঘের সংশ্লিষ্ঠ ফোরামে স্বাক্ষর করেছি। এর পরেও সময়মত সব দেশ থেকে সহযোগিতা পাচ্ছি না। অনেক দেশ বলে সংশ্লিষ্ট বিষয়ে মামলা হয়েছে কিনা, মামলা হলে তারপর তথ্য দেবে। কিন্তু আমাদের মামলা করার জন্যই তো তথ্যের দরকার। এমন নানান ধরনের সমস্যা আছে। এই সমস্যা কাটিয়ে উঠার জন্য আমরা আমাদের পরিকল্পনা করবো।’

 

তিনি জানান, ‘দেশের মধ্যে বাংলাদেশ ব্যাংক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।  প্রাথমিকভাবে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেই বিদেশের সঙ্গে যোগাযোগ করতে হয়।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা