February 26, 2025, 1:49 am
সর্বশেষ:
মেঘনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত লাকসাম যাওয়ার পথে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া মেঘনায় এসিল্যান্ডসহ কর্মকর্তাহীন একাধিক দপ্তর, সেবাবঞ্চিত নাগরিকরা ডিসিদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাজার নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার নির্দেশ হাসিনা এখনো ক্ষমতায় থাকলে আমাদের ফাঁসি দিয়ে দিত : রুহুল কবির রিজভী  আজ মেঘনা উপজেলা বিএনপির কাউন্সিল, প্রধান অতিথি রিজভী বিয়ের পিড়িতে বসা হলোনা রেমিট্যান্স যোদ্ধা আনিসুর রহমানের   মেঘনা বিএনপির সম্মেলন ঘিরে ব্যস্ত সেলিম ভুইয়া, শনিবার আসছেন রুহুল কবির রিজভী র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে প্রয়োজনীয় সংস্কারের সময় দেবে জামায়াত: গোলাম পরওয়ার

সিলেট-৩ আসনের উপনির্বাচনে মনোনয়ন বৈধ যাদের

১৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সিলেট-৩ আসনের উপনির্বাচনে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দাখিল হওয়া মনোনয়নে ভোটারদের তথ্য যথাযথ না পাওয়ায় দু’জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র হিসেবে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী ও জুনায়েদ মোহাম্মদ মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এছাড়া শেখ জাহেদুর রহমান মাসুম, ফাহমিদা হোসেন রুমার প্রার্থিতা বাতিল করা হয়। দুই জনের মনোনয়ন বাতিল হলেও তারা প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে পারবেন। তিনি আরো জানান, শেখ জাহেদুর রহমান মাসুম নামের এক প্রার্থী মনোনয়নপত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের কোনও তথ্য দেননি। আর মহিলা প্রার্থী ফাহমিদা হোসেন রুমার দাখিলকৃত মনোনয়নপত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের তথ্য দিলেও তা যাচাই-বাছাই করে সঠিক না পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৪ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২৮ জুলাই হবে ভোটগ্রহণের কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা