May 2, 2024, 7:25 pm
সর্বশেষ:
মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম

মেঘনায় রাতের আধারে আখ কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের  ফাঁদে আটকে যুবকের মৃত্যু

২২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,মেঘনা থেকে ফিরে, এম এইচ বিপ্লব সিকদার :

কুমিল্লার মেঘনায় অন্যের ক্ষেত  থেকে আখ কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের  ফাঁদে আটকে মো. রাসেল মিয়া (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে এদিকে এতিম সন্তানের মৃত্যুর শোকে মায়ের আহাজারিতে ভারি হয়ে আসছিলো আকাশ বাতাস। স্বামী মারা যাওয়ার পর এক ছেলে ও এক মেয়ে নিয়ে ছিল সংসার। এতিম সন্তানের পেটে খাবার দিতে নিহতের মা রামপুর বাজারে অবস্থিত চালিভাঙা নৌ পুলিশ ফারিতে রান্নার কাজ করে সংসার চালাতেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই জনকে আটক করেছে, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে উপজেলার বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা বাউলপাড়া গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাসেল বাউলপাড়া গ্রামের মৃত সাহেব মিয়ার ছেলে। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ জানান, সোমবার (২১ জুন) রাতে রাসেলসহ তার ৪ বন্ধু মিলে বাড়ির পাশে অন্যের জমি থেকে আখ কাটতে যান। তবে আগে থেকেই ওই জমির মালিক জাফর আলী আখ ক্ষেতের চার পাশে জি আই তার দিয়ে বিদ্যুতের ফাঁদ বসিয়ে রাখে। আখ ক্ষেতে প্রবেশ করতে গিয়ে সেই ফাঁদে আটকে রাসেল ঘটনাস্থলেই মারা যায়। পরে বন্ধুরা তাকে রেখে পালিয়ে যায়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রাসেলের গলায় ও মুখে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন রয়েছে। এছাড়াও আখ কাটায় ব্যবহৃত একটি দা ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। এদিকে কি কারনে জমিতে অবৈধভাবে বৈদ্যুতিক লাইন দেওয়া হয়েছে তা জানা যায়নি এবং বিদ্যুৎ কর্তৃপক্ষ কেন দেখভাল করেনি তাও জানা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা