May 15, 2024, 9:42 am
সর্বশেষ:
দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

যুদ্ধে আর যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে না পাকিস্তান

০১ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তান আর কখনোই যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সাহায্য করবে না জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইসলামাবাদ যখন যুক্তরাষ্ট্রের কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে যোগ দিয়েছিল একজন পাকিস্তানি হিসেবে এতটা ‘অপমানিত’ আর কখনো হননি তিনি।

ডনের অনলাইন প্রতিবেদন অনুযায়ী জাতীয় পরিষদের এবারের বাজেট অধিবেশনে আরো অনেক বিষয়ের সঙ্গে ইমরান খান বলেছেন, ‘পাকিস্তান শান্তিপূর্ণ বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের অংশীদার হতে পারে কিন্তু আর কখনো সংঘাতের অংশীদার হবে না।’

ইমরান বলেন, ‘আমরা অনেক সহযোগিতা করলেও তারা (যুক্তরাষ্ট্র) আমাদের প্রশংসা, আমাদের ত্যাগ স্বীকার করার পরিবর্তে আমাদেরকে ভণ্ড বলেছে, আমাদের দোষ দিয়েছে। আমাদের প্রশংসা করার পরিবর্তে তারা পকিস্তানকে খারাপ বলে গেছে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বাজেট বক্তৃতায় সংসদের সামনে প্রশ্ন তুলে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের জন্য ফ্রন্টলাইন রাষ্ট্র হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বারবার এই প্রশ্ন করেছি, তাদের যুদ্ধের সাথে আমাদের কী সম্পর্ক ছিল?’

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশ নেওয়ার ক্ষেত্রে তৎকালীন সরকারের নীতিগত সিদ্ধান্তের নিয়ে ‘মূর্খতার’ প্রশ্ন তুলে ইমরান খান আরও বলেন, ‘কোনো দেশ কি অন্য কোনো দেশের জন্য যুদ্ধে অংশ নিয়েছে এবং নিজেদের ৭০ হাজার প্রাণ হারিয়েছে?’

আফগানিস্তানে মার্কিন সন্ত্রাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে পাকিস্তানের যুদ্ধ করার বিষয়টি উল্লেখ করে ইমরান খান বলেন, মার্কিন সেনারা সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর পাকিস্তানের জন্য ‘কঠিন সময়’ অপেক্ষা করছে।

পাকিস্তানে রয়েছে তেহরিক-ই-তালেবানের (টিটিপি) প্রায় ৫ হাজার যোদ্ধা। এই গোষ্ঠীটি আফগানিস্তানের তালেবান ঘনিষ্ঠ। মার্কিন সেনা আফগান ছাড়ার পর তালেবান ফের ক্ষমতায় ফিরলে পাকিস্তানে টিটিপি সক্রিয় হওয়ার শঙ্কায় রয়েছে ইসলামাবাদ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা