০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর লকডাউনের পঞ্চম দিনে এসে যেন পুরোনো রূপে ফিরছে রাজধানী ঢাকা। গত চার দিনের তুলনায় সড়কে বেড়েছে মানুষের চলাচল ও গাড়ির সংখ্যা। তবে পঞ্চম দিনেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। সড়কে গাড়ি বাড়ায় বেড়েছে তাদের জরিমানার পরিমাণ।
পঞ্চম দিনে বিনা প্রয়োজনে ঘরের বাইরে আসায় ৫০৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আর ৬৬৭ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে এক ঘণ্টা করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম বলেন, মোবাইল কোর্টে ২৮৭ জনকে ১ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগ ৫২৬টি গাড়িকে ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে।
এর আগে অযৌক্তিক কারণে বাইরে বের হয় রাজধানীতে যথাক্রমে প্রথম দিন ৫৫০ ও দ্বিতীয় দিন ৩২০, তৃতীয় দিনে ৬২১ জন, চতুর্থ দিন ৬২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার (৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন। এদিন তারা আইনজীবী ছাড়াই আদালতে মুক্তিপণ দিয়ে ছাড়া পান। এ নিয়ে তিন হাজারেরও বেশি মানুষ জরিমানা করেছেন আদালত। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে আজ আটককৃতদের অধিকাংশের বিরুদ্ধে ডিএমপি অধ্যাদেশের ৭৭ ও ৭৮ ধারায় পুলিশ অভিযোগ দায়ের করে তাদের আদালতে হাজির করা হয়। বিধিনিষেধ অমান্য করায় আদালত তাদের ১০০ টাকা করে জরিমানা করেন। অনাদায়ে প্রত্যেককে এক ঘণ্টা করে কারাদণ্ডের আদেশ দেন।
এর আগে একই আইনে ৪ জুলাই ৬৩৬ জনকে, ৩ জুলাই ৬০৭ জনকে এবং ২ জুলাই ৬২৯ জনকে জরিমানা করা হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।