November 24, 2024, 6:39 pm

আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সাভারের আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে স্বামী স্ত্রীসহ তিন জন অগ্নিদগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) দুপুরে উপজেলার নরসিংহপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার আলাউদ্দিন মোল্লার টিনশেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- পোশাক শ্রমিক সজিব (২৫) ও তার স্ত্রী শরিফা (২১)। এছাড়া আলাউদ্দীনের পুত্রবধূ সাদিয়া (২২)।

স্থানীয়রা জানায়, দুপুরে খেতে কারখানা থেকে বাসায় ফেরেন সজিব ও শরিফা দম্পতি। তারা দরজা খুলতেই বিকট আওয়াজে বিষ্ফোরণ হয়। এসময় পুরো ঘরে আগুন ধরে গেলে সজিব শরিফা ও বাড়িওয়ালার ছেলের বউ সাদিয়া অগ্নিদগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক‌্যালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

বাড়ির মালিক আলাউদ্দিন মোল্লার স্ত্রী রেখা বেগম বলেন, ‘মনে হয় ঘরের গ্যাস ছাইরা থুইয়া ওরা গেছিলো অপিসে। পরে আইসা অরা ঘরে ঢুইকা তরকারি গরম করবার গেছিলো। গ্যাছে মতন ধপ কইরা আগুন জ্বইলা অগো গায়ে লাগছে। পরে আগুন বাইরে বারান্দায় আইয়া পড়ছে। তখন আমার ছেলে বউ আবোর বারান্দায় রানতাছিলো হ্যার পিঠে লাগছে। পরে ছেলে বউ দৌড় পাইরা চিক্কোর শুরু করছে। পরে অগো তিন জনরে হাসপাতালে পাঠাইছে।’

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা