July 10, 2025, 10:54 am
সর্বশেষ:
মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী

চিকিৎসার জন্য দেশবাসীর নিকট অর্থ সহায়তার আবেদন

২০ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,স্টাফ রিপোর্টার :এক দিকে  অতিমারি করোনার ছোবল অন্যদিকে শারিরীক অসুস্থতার ফলে  চিকিৎসা ব্যয়   সব মিলিয়ে কয়েক মাস যাবত পুরোপুরি কর্মহীন ও পরিবার নিয়ে   মানবেতর জীবনযাপন করছেন মোঃ হানিফা( ৪৯)। গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙা ইউনিয়নের মৈশার চর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। প্রায় ২০ বছর হয় পরিবার নিয়ে ঢাকায় পারি জমান কোন রকম জীবন ও জীবীকা নির্বাহের আসায়। বর্তমানে তিনি ডেমরা থানার পশ্চিম সানার পাড় এলাকার মান্নান হাজীর বাড়িতে ভাড়া থাকেন। স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে নিয়ে সংসার। রিকশা চালিয়ে জীবীকা নির্বাহ করতেন। মোঃ হানিফ জানায় ১৮ বছর আগে তার পায়ে আগুন লাগে চিকিৎসা করিয়ে কোন রকম সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হয়নি অর্থের অভাবে উন্নত চিকিৎসা করতে পারিনি। কোন রকম ব্যথা করলে ফার্মেসী থেকে ওষুধ খেয়ে ব্যথা বন্ধ করে রাখতাম। ৬ মাস যাবত আর না পেরে আত্বীয় স্বজনের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য কয়েকটি ডাক্তারের কাছে যাই অবশেষে ধরা পরে আমার সেই ক্ষত স্থান আলসার হয়ে গ্যাংরিন হয়েছে। এখন পচন ধরছে, দিন দিন পায়ের উপরের দিকে কালো হয়ে পচন বেড়েই চলছে। আমি বর্তমানে কোন কাজ কর্ম করতে পারছিনা,তীব্র ব্যথা হয়। পরিবারের কেউ কর্মক্ষম নেই বাড়িতে অল্প একটু ভিটে আছে সব নদী ভাংগনে আগেই শেষ। আমি বর্তমানে ওষুধ কিনার ক্ষমতা ও খাওয়ার ক্ষমতা ও নেই, ডাক্তার বলেছেন পা টি কেটে ফেলতে হবে। অশ্রুসিক্ত হয়ে এই অবস্থায় দেশ বাসীর নিকট সহযোগিতা চেয়েছেন”।মানুষ মানুষের জন্য ” দেশের হৃদয়বান ও বিত্তবানদের নিকট আকুল আবেদন জানান মোঃ হানিফ তার চিকিৎসার জন্য অর্থ সহযোগিতা করার জন্য। নিম্নে মোঃ হানিফের মোবাইল নাম্বার, বিকাশ, রকেট, নগদ নাম্বার দেওয়া হলো। সরাসরি তার সাথে কথা বলে সহযোগিতার হাত বাড়াতে পারেন। মোঃহানিফ, মোবাইল নাম্বার : ০১৯২ ৫৫ ২৭৪ ৮৮ ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা