December 22, 2024, 5:39 am
সর্বশেষ:
মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ! মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ৬৪কেজি গাজাসহ ২৫৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

চিকিৎসার জন্য দেশবাসীর নিকট অর্থ সহায়তার আবেদন

২০ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,স্টাফ রিপোর্টার :এক দিকে  অতিমারি করোনার ছোবল অন্যদিকে শারিরীক অসুস্থতার ফলে  চিকিৎসা ব্যয়   সব মিলিয়ে কয়েক মাস যাবত পুরোপুরি কর্মহীন ও পরিবার নিয়ে   মানবেতর জীবনযাপন করছেন মোঃ হানিফা( ৪৯)। গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙা ইউনিয়নের মৈশার চর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। প্রায় ২০ বছর হয় পরিবার নিয়ে ঢাকায় পারি জমান কোন রকম জীবন ও জীবীকা নির্বাহের আসায়। বর্তমানে তিনি ডেমরা থানার পশ্চিম সানার পাড় এলাকার মান্নান হাজীর বাড়িতে ভাড়া থাকেন। স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে নিয়ে সংসার। রিকশা চালিয়ে জীবীকা নির্বাহ করতেন। মোঃ হানিফ জানায় ১৮ বছর আগে তার পায়ে আগুন লাগে চিকিৎসা করিয়ে কোন রকম সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হয়নি অর্থের অভাবে উন্নত চিকিৎসা করতে পারিনি। কোন রকম ব্যথা করলে ফার্মেসী থেকে ওষুধ খেয়ে ব্যথা বন্ধ করে রাখতাম। ৬ মাস যাবত আর না পেরে আত্বীয় স্বজনের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য কয়েকটি ডাক্তারের কাছে যাই অবশেষে ধরা পরে আমার সেই ক্ষত স্থান আলসার হয়ে গ্যাংরিন হয়েছে। এখন পচন ধরছে, দিন দিন পায়ের উপরের দিকে কালো হয়ে পচন বেড়েই চলছে। আমি বর্তমানে কোন কাজ কর্ম করতে পারছিনা,তীব্র ব্যথা হয়। পরিবারের কেউ কর্মক্ষম নেই বাড়িতে অল্প একটু ভিটে আছে সব নদী ভাংগনে আগেই শেষ। আমি বর্তমানে ওষুধ কিনার ক্ষমতা ও খাওয়ার ক্ষমতা ও নেই, ডাক্তার বলেছেন পা টি কেটে ফেলতে হবে। অশ্রুসিক্ত হয়ে এই অবস্থায় দেশ বাসীর নিকট সহযোগিতা চেয়েছেন”।মানুষ মানুষের জন্য ” দেশের হৃদয়বান ও বিত্তবানদের নিকট আকুল আবেদন জানান মোঃ হানিফ তার চিকিৎসার জন্য অর্থ সহযোগিতা করার জন্য। নিম্নে মোঃ হানিফের মোবাইল নাম্বার, বিকাশ, রকেট, নগদ নাম্বার দেওয়া হলো। সরাসরি তার সাথে কথা বলে সহযোগিতার হাত বাড়াতে পারেন। মোঃহানিফ, মোবাইল নাম্বার : ০১৯২ ৫৫ ২৭৪ ৮৮ ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা