• রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সেনা-গণমাধ্যমকর্মীদের মতবিনিময়ে মেঘনায় অপরাধীচক্র চাপে মদদদাতারা আতঙ্কিত বিভেদ নয়, দিকনির্দেশনার রাজনীতি চান তারেক রহমান মেঘনা উপজেলার সংবাদকর্মীদের সঙ্গে সেনা ক্যাম্প কমান্ডারের মতবিনিময় মেঘনায় আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান ফরম–‘ক’ অনুযায়ী বৃক্ষ কর্তনের অনুমতির আবেদন বাধ্যতামূলক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের টানা উত্তরাঞ্চল সফর শুরু ১১ জানুয়ারি কৃষিজমির উপরি-স্তর কাটলে জেল-জরিমানা ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

৩০ নভেম্বর এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করতে দুবাই যাচ্ছেন রাইয়ান রহমান

নিজস্ব সংবাদ দাতা / ২৪৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

২৯ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, 

এম এইচ বিপ্লব সিকদার।।

তুরস্কের ইস্তাম্বুল এ অনুষ্ঠিত সাব জুনিয়র ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশীপে চতুর্থ স্থান অধিকারী রাইয়ান রহমান ৩০ নভেম্বর এশিয়ান পাওয়ার লিফটিং সাব – জুনিয়র চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করতে দুবাই যাচ্ছেন। এবারের প্রতিযোগিতায় ২৯ টা দেশের ৪৮৫ জন পাওয়ার লিফ্টার অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে ১০ জনের একটি পাওয়ার লিফ্টার দল দুবাইতে অংশগ্রহণ করবেন। রাইয়ান রহমান কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দ পুর ইউনিয়নের সোনার চর গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমানের ছেলে। রাইয়ানের পরিবারের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। , রাইয়ানের ক্যাটাগরি হচ্ছে সাব-জুনিয়র (৫৯কেজি) ডিসেম্বরের ২-৭ তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। খেলা গুলো ইউটিউবে লাইভ দেখা যাবে।রাইয়ানের খেলা ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ।রাইয়ানের বাবা মোস্তাফিজুর রহমান বলেন, আমার ছেলে রাইয়ান রহমান গত সেপ্টেম্বরে, ২০২২ তুরস্কের ইস্তাম্বুল এ অনুষ্ঠিত ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সব জুনিয়ার ক্যাটাগরিতে তিনটি ইভেন্টের ভিতর( ৫৯ কেজি শরীরের ওজন ) একটিতে সিলভার (স্কোয়াট) একটিতে ব্রোঞ্জ (ডেড লিফট) ও একটিতে ষষ্ঠ স্থান ( বেঞ্চ প্রেস) অধিকার করেন। সম্মিলিতভাবে ওয়ার্ল্ডে বাংলাদেশের অবস্থান ছিল চতুর্থ।  উল্লেখ্য যে পৃথিবীর ৪৯ টা দেশ থেকে ২১২ জন পরীক্ষিত পাওয়ার লিফ্টার lএই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। রাইয়ান , বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম প্লেয়ার হিসেবে এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এ অংশগ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন