৮ ডিসেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।।
সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত নদীপথ রাখতে কঠোর হুশিয়ারী দিলেন নৌ পুলিশ ( চাঁদপুর অঞ্চল) পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।
নৌ-পুলিশের ১-১৬ ডিসেম্বর পর্যন্ত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা, সোনাকান্দা,অংশে নদীতে অবৈধ মাছের ঝোঁপ ঝাঁক ( ঘের) উচ্ছেদ ও নৌপথ পরিদর্শনে এসে নদীপথে এ কথা বললেন, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান। পুলিশ সুপার বলেন আগে নদী পথেই আমাদের যোগাযোগ ব্যবস্থার প্রদান মাধ্যম ছিল। নদী আমাদের দেশের প্রাণ ও ঐতিহ্য সংস্কৃতির কেন্দ্র অংশ। আবারও নদীপথের ব্যবহার বেঁড়েছে। নদী পথ সহজ ও অপরাধ মুক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছে নৌ পুলিশ।
এসময় সাথে ছিলেন, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. ছমিউদ্দিন, চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ।তিনি আরো বলেন, একশ্রেণীর অসাধু লোক মাছের ঝাঁক দিয়ে নদী দখল করে অবৈধভাবে মাছ শিকার করছে। এতে করে নদীতে কচুরিপানা ভরে জমাট বেঁধে নদীতে ট্রলার ও নৌকা চলাচল করতে পারে না, এতে করে মানুষের আসা যাওয়া করতে পারে না, চলাচল খুবই কস্ট হয়। আমরা ইতমধ্যে অভিযান পরিচালনা করছি। ঝাঁক উচ্ছেদ করা হচ্ছে। এছাড়াও নদী পথে চাঁদাবাজ জলদস্যু মুক্ত করতে নানাহ কার্যক্রম চলমান। নদী এখন চাঁদাবাজ মুক্ত। নদী এখন বালু সন্ত্রাস মুক্ত। কিছুদিন পূর্বেও বালি সন্ত্রাসীরা অবৈধভাবে বালু উত্তোলন করতো। এখন আর সাহস পাচ্ছে না। আমরা প্রতিহত করতে সক্ষম হয়েছি। পুলিশ সুপার কঠোর হুশিয়ার দিয়ে বলেন, নদী পথে কোন সন্ত্রাসী চাঁদাবজী চলবে না আর অবৈধভাবে বালু উওোলন, অবৈধভাবে ঝোঁপ দেওয়া চলবে না। আপনারা সঠিক পেশায় চলে যান। নদীতে কাউকে দেখলেই কঠোরভাবে প্রতিহত করা হবে।এ ব্যপারে সকলকে কঠোর নির্দেশ দিয়েছেন।
মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।