১ অক্টোবর ২০২৩ ইং, বিন্দুবাংলা টিভি ডটকম,
বিপ্লব সিকদার : ছদ্মবেশে বিআরটিএ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার(১ অক্টোবর) বিআরটিএ অফিস, উত্তরা, ঢাকা এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা গ্রহণ বাবদ ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে, দুদক, প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়বিআরটিএ অফিস, উত্তরা, ঢাকা এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা গ্রহণ বাবদ ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে, দুদক, প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম ছদ্মবেশে আগত সেবাগ্রহীতাদের সাথে কথা বলে। ছদ্মবেশে অভিযানকালে বেশ কিছু দালালদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরবর্তীতে উক্ত অফিসের উপপরিচালক মহোদয়ের সাথে অভিযোগের ও গ্রাহক হয়রানির বিষয়ে কথা বলা হলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন মর্মে টিমকে আশ্বস্ত করেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।