May 19, 2025, 7:08 am

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের বদলীজনীত বিদায় সংবর্ধনা

 

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের কর্মস্থল পরিবর্তন জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ডিসেম্বর সোমবার বাদ মাগরিব মেঘনা উপজেলা হলরুমে অফিসার্স ক্লাবের আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বর্তমান কর্মস্থল ব্রাহ্মণ বাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়।সূত্রে জানা যায় রাবেয়া আক্তারের স্থলাভিষিক্ত হবেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রেনু দাস। উল্লেখ্য দীর্ঘ এক বছর নয় মাস পরে বদলি জনিত বিদায় নিলেন রাবেয়া আক্তার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মাদ শাহে আলমের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।বিশেষ অতিথি ছিলেন ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়মা রহমান, মেঘনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ দেলোয়ার হোসেন,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, স্থানীয় সাংবাদিক বৃন্দ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, কলেজের প্রভাষক, ইউপি সচিব বৃন্দ,প্রাইমারি স্কুলের শিক্ষক বৃন্দ, ডিজিটাল সেন্টারের উদ্যেক্তা বৃন্দ, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা