December 3, 2024, 4:39 pm
সর্বশেষ:
মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ৬৪কেজি গাজাসহ ২৫৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫ মেঘনায় কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক মেঘনা নদীতে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৩ রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই, সূচনা করি নতুন অধ্যায়ের: তারেক রহমান মেঘনা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ নির্বাচনের রোডম্যাপ দিলে জনগণ আশ্বস্ত হবে: খন্দকার মোশাররফ কমিটি গঠন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজকে স্নাতক পাস কোর্সে সাময়িক অধিভুক্তের ঘোষণা  মাছের প্রজননে বাধা দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে: মৎস্য উপদেষ্টা বাধার মুখে বন্ধ হলো নারায়ণগঞ্জের ‘সাধুসঙ্গ ও লালন মেলা’

ইয়াং জেনারেশন কারতে দো’র বেল্ট প্রদান

 

নিজস্ব প্রতিবেদক : ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। পরিক্ষার কসরত শেষে উত্তীর্নদের মাঝে বেল্ট প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৪ ই এপ্রিল) কমলাপুর স্টেডিয়ামে সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিচালিত হয়। ছাত্রদের মধ্যে ফারজানকে ইয়েলো, সিফাত ইয়েলো, সানভি ইয়েলো, রাইয়ান অরেঞ্জ,সাকিব অরেঞ্জ ,সিরাত গ্রীন জুনিয়র ,সামিয়া গ্রীন জুনিয়র, রুহান গ্রীন সিনিয়র , তানভীর গ্রীন জুনিয়র , শোভন গ্রীন জুনিয়র, রাহাত গ্রীন জুনিয়র , নাবিহা ব্লু জুনিয়র, তাথৈই গ্রীন সিনিয়র, জারিফ ব্লু জুনিয়র, রেহান ব্রাউন সিনিয়র, জামিউরকে ব্রাউন জুনিয়র বেল্ট প্রদান করা হয়।

ইয়াং জেনারেশন কারাতে দো’র প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান প্রশিক্ষক ইউনুছ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো’র প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক শুকুর আলী সিকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল হক প্রমুখ। এছাড়াও ছাত্রছাত্রীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শুকুর আলী সিকদার বলেন, শারীরিক কসরত মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ করে।তাই কারাতে প্রশিক্ষণ যুবকদের সুস্থ থাকার পিল হিসেবে কাজ করে।আমি সকল অভিভাবকদের বলবো আপনারা ছেলেমেয়েদের কারাতে শেখান। কারাত ছেলেমেয়েদের মাদকদ্রব্য থেকে দূরে রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা