May 21, 2024, 6:02 pm
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

মেঘনায় প্রথমবারেরমত উফশী আউশধানের বীজ বিতরণ

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় এই প্রথম খরিপ-১/২০২৪-২০২৫ মৌসুমে উফশী আউশধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধিকল্পে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেঘনার আয়োজনে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রণোদনা কমিটির সভাপতি মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস এ উদ্বোধন করেছেন ।

প্রণোদনা কমিটির সদস্য সচিব ও মেঘনা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলমের ব্যবস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা সমীর কুমার সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফিরোজ আহমেদ মৃধা ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মুশিকুর রহমান শিকদার প্রমুখ।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম বলেন, এই উপজেলায় পূর্বে উফশী আউশধানের প্রণোদনা ছিলো না। আমরা এই প্রথম আউশধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকার ভোগী দুই শত কৃষকদের মাঝে প্রণোদনার ব্যবস্থা করেছি। প্রত্যেকে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি করে ধান বীজ পাবে এবং ইতিমধ্যে উদ্বোধনের পর পর অনেককেই দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা