October 18, 2024, 7:18 am
সর্বশেষ:
মেঘনায় টিসিবির পন্য ক্রয় করতে এসে পদদলিত হয়ে বাড়ি ফিরলেন নারী স্টেশন পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা চাইলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মেঘনায় অটোরিকশা চুরি মেঘনায় দুটি কলেজের ফলাফলে ক্ষুব্ধ মেঘনাবাসী কক্সবাজার সমুদ্রসৈকতে দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন চিলমারীতে হস্তান্তরের আগেই ব্রহ্মপুত্রের পেটে যাচ্ছে আবাসন প্রকল্পের ঘর ১২ বছর আগে মিছিলে হামলা: সাবেক অর্থমন্ত্রী মাহমুদ আলীসহ ৩৯ জনের নামে মামলা আগামীর বাংলাদেশ হবে ইসলামের, নেতৃত্ব দেবে জামায়াত: মতিউর রহমান আকন্দ রিমান্ড শেষে সাবেক মুখ্য সচিব আজাদ ও আ.লীগ নেতা হুমায়ুন কারাগারেরিমান্ড শেষে সাবেক মুখ্য সচিব আজাদ ও আ.লীগ নেতা হুমায়ুন কারাগারে সিলেটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান

 

বিপ্লব সিকদার।।

পটুয়াখালী আঞ্চলিক ও চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে দুদকের পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মে) কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়মের অভিযোগে পটুয়াখালী জেলা ও চট্রগ্রাম -১ সমন্বিত জেলা কার্যালয় থেকে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন( দুদক)। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দুদক সূত্রে জানা যায় পটুয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সেবা প্রদানে গ্রাহক হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশন, পটুয়াখালী জেলা কার্যালয় হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কয়েকজন পাসপোর্ট গ্রহীতার নিকট হতে অভিযোগের বিষয়ে বক্তব্য গ্রহণ করা হয় এবং উক্ত দপ্তর হতে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে সেবার মানোন্নয়ন ও গ্রাহক ভোগান্তি হ্রাসের জন্য উদ্যোগ গ্রহণের পরামর্শ দেয় দুদক টিম। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রেরণ করবে এনফোর্সমেন্ট টিম।অপরদিকে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে এমআরপি পাসপোর্ট নবায়নে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে উক্ত দপ্তর হতে অভিযোগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক তথ্য-প্রমাণের আলোকে টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।এছাড়া ৪ টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা