November 23, 2024, 4:50 pm

কুলিয়ারচর রেলওয়ে স্টেশনে ১ দালাল আটক, ১০ হাজার টাকা জরিমানা

 

বিপ্লব সিকদার।।

কিশোরগঞ্জ কুলিয়ারচর রেলওয়ে স্টেশনে ১ দালাল কে আটক করেছে দুদকের এনফোর্স মেন্ট টিম। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের জেল প্রদান করা হয়েছে। আজ রোববার (২৬ মে) কুলিয়ারচর রেলওয়ে স্টেশন, কিশোরগঞ্জ -এ রেল কর্মচারীদের সাথে যোগসাজশে ট্রেনের টিকিট কালোবাজারি করার অভিযোগের প্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনা করেছে। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণের প্রেক্ষিতে কালোবাজারিতে অন্যান্যদের সংশ্লিষ্টতার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের অনুমতি চেয়ে টিম কমিশন বরাবর বিস্তারিত রিপোর্ট দাখিল করবে। দুদক সূত্রে জানা যায় কুলিয়ারচর রেলওয়ে স্টেশন, কিশোরগঞ্জ -এ রেল কর্মচারীদের সাথে যোগসাজশে ট্রেনের টিকিট কালোবাজারি করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম মোক্তার আলী নামীয় একজন দালালকে কালোবাজারে টিকিট বিক্রয়কালে ৮টি টিকেটসহ হাতেনাতে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদকালে উক্ত দালাল ট্রেনের টিকিট কালোবাজারির সাথে কুলিয়ারচর রেলওয়ে স্টেশনের বেশ কয়েকজন কর্মচারীর সম্পৃক্ততা কথা স্বীকার করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত দালালকে ১০হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণের প্রেক্ষিতে কালোবাজারিতে অন্যান্যদের সংশ্লিষ্টতার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের অনুমতি চেয়ে টিম কমিশন বরাবর বিস্তারিত রিপোর্ট দাখিল করবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা