April 7, 2025, 4:25 pm
সর্বশেষ:
কেন্দ্রের অনুমতি ছাড়া কুমিল্লা বিভাগে বিএনপির কোনো নেতাকর্মীকে বহিষ্কার করা যাবেনা   উশু ফেডারেশনের সহ-সভাপতি হলেন ড. নুরুজ্জামান ‎মেঘনায় জাতীয়  ক্রীড়া দিবসে আলোচনা সভা   টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে ৩২৯ উপজেলায় অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে দেখতে হাসপাতালে যান নাজিমুদ্দিন মোল্লা ইউপি চেয়ারম্যান কর্তৃক ওয়ারিশ সনদ প্রতারণার শিকার হয়ে যুবকের জীবন অন্ধকারে ঈদের আনন্দ নেই নলচরে, সম্প্রীতি ফিরিয়ে আনা জরুরি জেলা প্রশাসকদের ১২ দফা নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা মন্ত্রণালয়ের ক্ষমায় বহাল ইউপি চেয়ারম্যান,  বিশিষ্টজনদের মিশ্র প্রতিক্রিয়া  বাদীর জিম্মায় জামিন পেলেন আসামি

মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় করা দুই অভিযোগ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পৃথক দুটি অভিযোগ করা হয় । অভিযোগ দুটি উভয় গ্রুপের সমঝোতার ভিত্তিতে প্রত্যাহার  করা হয়েছে। বিষয়টি বিন্দুবাংলা টিভিকে নিশ্চিত করেছেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জলিল। ওসি বলেন অভিযোগ দুটি উভয় গ্রুপের মধ্যে সমঝোতা হয়েছে মর্মে আমাকে জানায় ফলে স্থগিত করা হয়েছে।  এ বিষয়ে এক গ্রুপের বাদী আশরাফুল হক কুসুম বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতিত হয়েছে আবার এই মামলায় নির্যাতিত হবে এই ভেবে মামলা না করে অভিযোগ প্রত্যাহার করেছি। অপরদিকে অন্য একটি অভিযোগের বাদী সংঘর্ষে আহত মোসলেমকে মুঠোফোনে একাধিকবার ফোন করলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।উল্লেখ্য গত ১ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী মানববন্ধনের ডাক দেন অন্যদিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক(কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুইয়া গ্রুপ পালটা কর্মসূচি দিলে উভয় গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের ১০ জন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় থানায় দুটি পৃথক অভিযোগে প্রায় দুইশত নেতাকর্মীর নামীয় ও অজ্ঞাত শতাধিককে আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা