September 17, 2025, 7:15 pm
সর্বশেষ:
মুহূর্তের কবিতা : শাহীন রেজা কুয়েতে প্রবাসী ইলিয়াস মিয়ার মর্মান্তিক মৃত্যু: রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপত্তা কোথায়? হোমনায় হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার তিনটি দপ্তরে দুদকের অভিযান মেঘনায় মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুরাদনগরে ১৯৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার ক্রীড়া, স্বাস্থ্য ও কৃষি গবেষণায় অনিয়ম: তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান অবশেষে দুদক চিনেছে মেঘনা উপজেলা: জনমনে স্বস্তি, অভিযান অব্যাহত রাখার আহ্বান মেঘনা সাবরেজিস্ট্রি অফিসে দুদকের ছদ্মবেশী অভিযান:অনিয়মের সত্যতা মিলেছে

ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহবস্থান আমাদের কাম্য

ডেস্ক রিপোর্ট।।

 

ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কুমিল্লা – ২ (হোমনা -মেঘনা) সংসদীয় আসনে জামায়াতে মনোনীত প্রার্থী  নাজিমুদ্দিন মোল্লা নিজের ফেসবুকে লিখেছেন ”  ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহবস্থান আমাদের কাম্য ” নাজিমুদ্দিন মোল্লা যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো —-

আমাদের দেশ বাংলাদেশ। এদেশে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ বাস করে। আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে শান্তিপূর্ণ সহবস্থান সকলেরই কাম্য। এ লক্ষ্যে বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে বসা, মতবিনিময় করা অনেকেই পজেটিভ দৃষ্টিকোণ থেকেই দেখে থাকেন। কেহ অবশ্য ভিন্নমত পোষণ করতেই পারে।

সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে যারা প্রচেষ্টা চালায়, তাদের সে প্রচেষ্টাকে সাধুবাদ না জানিয়ে তাদের ওপর মিথ্যে অপবাদ দিয়ে কেউ কেউ মনে করে অনেক ওপরে উঠে যাবে! কিন্তু মিথ্যে অপবাদ দেয়া যে অত্যন্ত গর্হিত কাজ, এ জন্য যে তাকে দুনিয়া ও আখেরাতে কঠিন পরিণতি ভোগ করতে হবে তা তারা বেমালুম ভুলে যায়। মহান আল্লাহ বলেন,
“হে ঈমানদারগণ, বেশি ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো কারণ কোন কোন ধারণা ও অনুমান গোনাহ।” (আল হুজরাত :১২)

মহান আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুণ। আমাদের সকল তৎপরতা তাঁরি সন্তুষ্টির জন্য কবুল করুণ। আমিন!


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা