• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

হোমনায় হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর কটূক্তি করার অভিযোগে মহসিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার আছাদপুর গ্রামের ফকিরবাড়ি এলাকার আলেক শাহর ছেলে। বুধবার দুপুরে তাকে আটক করা হয়। সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। থানা সূত্রে জানা গেছে, মহসিন তার “বেমজা মহসিন” নামের ফেসবুক আইডি থেকে সকাল ১০টা ৫২ মিনিটে আপত্তিকর পোস্ট দেন, যা ইসলাম ধর্ম অবমাননার শামিল এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এ ঘটনায় স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, হোমনা সার্কেলের এএসপি আবদুল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা থানায় উপস্থিত হন। জানা যায়, এর আগেও গত ২৯ আগস্ট একই আইডি থেকে ধর্মীয় বিষয়ে বিতর্কিত মন্তব্য করে মহসিন একটি পোস্ট দিয়েছিলেন, যা এলাকায় ক্ষোভ সৃষ্টি করে। হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, নবীজি (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে গ্রেফতার মহসিনকে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন