বিপ্লব সিকদার।।
সিলেটের রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আগামীকাল (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত ১৯১তম গণশুনানি। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’’— এই স্লোগানকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধই গণশুনানির মূল উদ্দেশ্য।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম।
এ গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানির শিকার সাধারণ মানুষ সরাসরি তাদের অভিযোগ কমিশনের সামনে উপস্থাপন করার সুযোগ পাবেন। সিলেট জেলার সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। সরকারি সেবার মান উন্নয়ন, সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধই এ উদ্যোগের মূল লক্ষ্য।
গণশুনানি ঘিরে সিলেট জুড়ে সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ ও অভিযোগ বাক্স স্থাপনসহ ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে দুদক। ইতোমধ্যে এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে।
গণশুনানি সফল করতে দুর্নীতির বিরুদ্ধে সচেতন সিলেটবাসী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে দুদকের জনসংযোগ দপ্তর।