মেঘনা প্রতিনিধি।।
মেঘনা উপজেলায় আগামী ২৯ নভেম্বর কুমিল্লা -১ (দাউদকান্দি -মেঘনা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনের গণ মিছিল অনুষ্ঠিত হবে। আজ শনিবার(২২নভেম্বর) মুগার চর রমিজ উদ্দিন লন্ডনীর বাড়িতে মেঘনা উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির চার নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারসহ গণ মিছিলের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, যুগ্ম আহবায়ক এম এম মিজানুর রহমান, জয়নাল আবেদীন সরকার, ডা.এম এ কাইয়ুম, দিলারা শিরিন, আনিছুর রহমান, সাবেক উপজেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান,আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহিদুল ইসলাম, অংগ সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মিছিল টি মানিকার চর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু উপজেলা মাঠে এসে শেষ হবে। এ সময় বক্তারা উপজেলার প্রতিটি গ্রামের জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে মিছিলে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন।