• বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ

মেঘনায় ড. খন্দকার মোশাররফ হোসেনের গণসংযোগ

বিপ্লব সিকদার / ৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন মেঘনা উপজেলায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেন। এ সময় লুটেরচর ইউনিয়নের লুটেরচর, কান্দারগাঁও, মোহাম্মদপুর, ভাওরখোলা ইউনিয়নের ওমরাকান্দা, কদমতলা, আইডিয়াল স্কুল এলাকা, বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা ও কান্দারগাঁও, চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, যুগ্ম আহ্বায়ক এম এম মিজানুর রহমান, উপদেষ্টা সালাউদ্দিন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সলিমুল্লাহ মোহাম্মদ ও জয়নাল আবেদীন সরকার, ডা. এম এ কাইয়ুম, দিলারা শিরিন, আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহিদুল ইসলাম, আনিছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুদ্দিন রতন, ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন, মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এ সময় সড়কের দুই পাশে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ড. খন্দকার মোশাররফ হোসেন হাত নেড়ে জনগণের শুভেচ্ছা গ্রহণ করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এর আগে তিনি দাউদকান্দিতে তাঁর প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন