• সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যাত্রী বেশে ট্রলারে উঠে অপহরণকারীরা, দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি — পরে মিলল লাশ গজারিয়ায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবতী এভারকেয়ারে ভর্তি হলেন খালেদা জিয়া মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: মাহফুজ আলম হোমনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমা হকের বহিস্কারাদেশ প্রত্যাহার গ্রামীণ জনপদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গ্রাম পুলিশ বাহিনীর সুবিধা ও জবাবদিহি বাড়াতে হবে আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে দুদকের গণশুনানি অনুষ্ঠিত ক্ষমতা বা আসন ভাগাভাগির ভিত্তিতে সমঝোতায় যাবে না এনসিপি : নাহিদ ইসলাম নির্বাচনের আগে আইনশৃঙ্খলা খারাপ হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাগলনাইয়ায় কিস্তির টাকা পরিশোধ নিয়ে নারীর লাথিতে অন্য নারী নিহত।

নিজস্ব সংবাদ দাতা / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

১৯ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃ ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়নস্থ উত্তর যশপুর মধ্যমকোনা মজলহক মেস্তরী বাড়ীতে ১৮ আগষ্ট রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় রাজমেস্তরী মোঃআবুল কালামের স্ত্রী খোদেজা বেগম (৩৫) কে এনজিও ব্যাংকের কিস্তির টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরধরে,একই বাড়ীর মোঃওবায়দুল হকের স্ত্রী,শামছুন নেহার বেগম (৪৫) সহ ৫ জন মিলে খোদেজার ঘরে প্রবেশকরে তাকে মারধরের একপর্যায় শমছেন নেহার খোদেজার তলপেটে লাথি মারলে তাৎক্ষণিক সে ঘটনাস্থলে ঘুরেপড়ে বেহুশ হয়েযায়।পরে খোদেজার পরিবারের লোকজন খোদেজাকে ঘঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারাযায়।
খোদেজার মৃত্যুর সংবাদ পেয়ে ১৯ আগষ্ট রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ মেজবাহ্ উদ্দিন আহমেদ,থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন, এএসআই মোঃআলী,এএসআই ওমর খান ও এএসআই আমজাদ হোসেনসহ পুলিশ সদস্যগণ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।এই সময় পুলিশ হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে ও মামলার বাদী হত্যার শিকার খোদেজার স্বামী আবুল কালামের অভিযোগের প্রেক্ষিতে,৪ জনকে আটক করেছে,আটককৃতরা হলেন শমছেন নেহার বেগম (৪৫) তার ছেলে মোঃমোতালেব (২২),মেয়ে শাহেনা আক্তার (৩০) ও শাহেনার ছেলে শমছেন নাহার এর নাতী মোঃআবদুর রহমান (১৬)।হত্যাকান্ডে জড়িত থাকা শমছেন নেহারের আরেক ছেলে মোঃসোহেল পলাতক রয়েছে।
খোদেজা হত্যামামলার বাদী ও এলাকাবাসী সূত্রে জানাযায়,খোদেজার স্বামীর আগের সংসারের ছেলে মোঃমোতালেবের কাছে সুদসহ সাপ্তাহিক কিস্তি পরিশোধ শর্তে,শমছেন নেহার এনজিও ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদে টাকা লাগায়।মোতালেব কিছুদিন যাবৎ শর্ত সাপেক্ষে শমছেন নেহারকে টাকা পরিশোধ করলে ও গত এক মাস পূর্বে সে বাড়ী থেকে পালিয়ে যায়,এই নিয়ে গত এক মাস যাবৎ  শমছেন নেহার খোদেজার সৎছেলে মোতালেবকে দেওয়া টাকা পরিশোধের জন্য খোদেজার উপর নানান ভাবে চাপ সৃষ্টি করে আসছিল।শমছেন নেহার খোদেজাকে তার সৎছেলে মোতালেবকে দেওয়া টাকা পরিশোধের জন্য যতবারই চাপ দিচ্ছিল,ততবারই খোদেজা শমছেন নেহারকে উল্টো উত্তর দিয়েছিল যে,তোমরা দুইজনে যখন টাকার লেনদেন করেছিলে তখন কি আমাকে জানিয়েছিলে,এখন কেন আমাকে টাকা পরিশোধের জন্য চাপদিচ্ছ,তুমি যাকে টাকা দিয়েছ তার কাছথেকে টাকা আদায় কর।টাকা পরিশোধের বিষয় তুমি অহেতুক কেন বার বার আমাকে চাপদিচ্ছ।আমি তোমাকে ছাপ জানিয়ে দিচ্ছি,মোতালেবকে তুমি যে টাকা দিয়েছ,সে টাকা পরিশোধের বিষয় নিয়ে আমার কাছে আর আসবে না।তার পর ও শমছেন নেহার অনেকটা জোরপূর্বক খোদেজাকে টাকা পরিশোধের ক্ষেত্রে বাদ্যকরতে গিয়ে বার বার চাপ সৃষ্টি করায় হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে বলে জানাযায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন