July 9, 2025, 5:33 pm
সর্বশেষ:
মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী

ফেনী জেলা পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল

২৯ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনী জেলা পুলিশ সুপার কার্যালয় ও সার্কেল অফিসসহ ৬ থানায় কর্মরত ১১ পুলিশ পরিদর্শককে জেলার বিভিন্ন থানায় রদবদল করা হয়েছে। সোমবার পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, পিপিএম-বিপিএম এ আদেশ দেন।

জেলা পুলিশ সূত্র জানায়,ফেনী মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো: মাহবুবুর রহমানকে পরশুরাম থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে বদলী করা হয়।ছাগলনাইয়ার ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলীকে ফেনী মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন),জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোঃশহিদুল ইসলামকে ঘোপাল তদন্ত কেন্দ্রে,পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ তাপস কুমার বডুয়াকে ফুলগাজী থানার ইন্সপেক্টর (তদন্ত), সদর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক পার্থ প্রতিম দেব কে দাগনভূঞা থানার ইন্সপেক্টর (তদন্ত),পুলিশ লাইনের আরও ইন্সপেক্টর মোঃআদিল মাহমুদকে ছাগলনাইয়া থানার ইন্সপেক্টর (তদন্ত),ছাগলনাইয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) সুদ্বীপ রায়কে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ,ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন হাওলাদারকে পুলিশ অফিস অপরাধ শাখায়,দাগনভূঞা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃছমিউদ্দিনকে ছাগলনাইয়া সার্কেল অফিসে,ছাগলনাইয়া সার্কেল অফিসের পরিদর্শক মোঃলোকমান হোসেনকে ফেনী সদর সার্কেল অফিসে,লাইনের আর ও ইন্সপেক্টর এএনএন নুরুজ্জামানকে জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর হিসেবে বদলী করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা