সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে মাদকের জিরো টলারেন্স বাস্তবায়নে অব্যাহত থাকা অভিযানের অংশ হিসেবে,থানার এসআই ইয়াছিন আরাফাত,এএসআই মোঃআলী হোসেন,এএসআই মোঃনুর আল আহসান ও এএসআই মোঃওমর খাঁনকে সাথে নিয়ে ৩ সেপ্টেম্বর থানাধীন ৯নং শুভপুর ইউনিয়নের শুভপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে,চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন ভালুকিয়া গ্রামের,মৃতঃকামাল উদ্দিনের পুত্র,জোরারগঞ্জ থানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও জোরারগঞ্জ থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৫ মামলার মামলার আসামী মোঃওসমান গনি (৩৫) কে ৫০ পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।
জোরারগঞ্জ থানার তালিকাভুক্ত ও ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ওসমান গনির গ্রেপ্তারের বিষয় এবং তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মাদক আইনে মামলা দিয়ে,ফেনী কোর্টে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন,ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) আদিল মাহমুদ।