দীপু মনি বলেন, কিছু কিছু পাঠ্যপুস্তকে কোথাও কোথাও অসঙ্গতি আছে। কোথাও কোথাও সমস্যা আছে। আমরা চলতি বছর সমস্ত পাঠ্যপুস্তক পুনর্বিবেচনা করছি, রিভিউ করছি। কাজেই কোথাও কোথাও যে সমস্যা আছে, সেগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। সেগুলো সংশোধনের কাজ চলছে। আপনাদের কাছেও যদি অসঙ্গতির খবর থাকে আমাদের জানাবেন। আমরা নিশ্চয়ই সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেব।
মন্ত্রী আরো বলেন, এবারের এসএসসি-এইচএসসি পরীক্ষাগুলো ভালোভাবে সম্পন্ন হয়েছে। যেসব পরীক্ষা রয়েছে সেগুলোও ভালোভাবে সম্পন্ন হবে।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আবুল নঈম পাটওয়ারী দুলাল, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান, উপজেলা নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।