November 4, 2024, 10:27 am

পারিবারিক কবরস্থানে কৌতুক অভিনেতা আনিছের দাফন সম্পুন্ন।

৩০ এপ্রিল ২০১৯ ,

বিন্দুবাংলা টিভি .কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃবিশিষ্ঠ কৌতুক অভিনেতা আনিছুর রহমান আনিছের নামাজে জানাযা ২৯ এপ্রিল বাদ মাগরিব,নিজ জন্মস্থান ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৯ নং শুভপুর ইউনিয়নের উত্তর বল্লভপুর গ্রামে সম্পুন্ন হয়েছে।জানাযা শেষে বর্ষিয়ান এই কৌতুক অভিনেতাকে সোমবার রাতে তার নিজ গ্রাম উত্তর বল্লভপুর গ্রামের পারিবারিক কবরস্থানে কবরস্থ করাহয়।
ছাগলনাইয়া উপজেলার কৃতিসন্তান আনিছুর রহমান আনিছ,বাংলাদেশ চলচিত্র শিল্প সিনেমা ও টিভি নাটকে কৌতুক অভিনয় প্রদর্শনে মন জয়করেছেন এই দেশের লাখ লাখ মানুষের।আনিছ তার অভিনয় প্রদর্শনে দক্ষতার পরিচয় দিয়ে,একাধীকবার শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে জিতে নিয়েছেন,জাতীয় চলচিত্র পুরুষ্কার।
গুনি এই অভিনেতাকে শেষ বিদায় জানাতে তার নামাজে জানাযায় অংশ গ্রহণ করেছেন, ছাগলনাইয়া উপজেলার রাজনৈতীক,সামাজিক ও বিভিন্ন এলাকাথেকে আগত জনপ্রতিনিধি এবং তার অভিনয়ের ভক্ত দর্শক শ্রোতারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা