October 16, 2025, 12:06 pm
সর্বশেষ:
মেঘনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মেঘনার জলারপার নোয়াগাঁওয়ে গ্রামবাসীর উদ্যোগে ভোটকেন্দ্রে নতুন কক্ষ নির্মাণ হয় পদ দিন; নয়তো টাকা ফেরত দিন দুদকের এনফোর্সমেন্ট টিমের তিনটি অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা উদঘাটন সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা

দাবি আদায়ে সোচ্চার শ্রমিকরা।

১ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম ডেস্ক রিপোর্ট:   মহান মে দিবস আজ বুধবার। দিবসটি উপলক্ষে শ্রমিকরা দাবি আদায়ের সোচ্চার। শ্রমিকরা তাদের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠায় মিছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছেন। সকাল থেকেই রাজধানীর ঢাকাসহ সারা দেশে মে দিবস পালন করছেন শ্রমিকরা। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’।

বুধবার সকাল থেকেই শ্রমিক সংগঠনগুলো পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করলেও তাদের দাবি একই। তারা নারীবান্ধব কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও যৌন হয়রানি প্রতিরোধ সুরক্ষা আইন, গাড়ী চালকের দৈনিক শ্রমঘণ্টা, চাকরির নিরাপত্তা, ন্যায্য মজুরি, ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতকরণ, তৈরি পোশাক কারখানাসহ সব কারখানায় শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, আউটসোর্সিং এর নীতিমালা প্রণয়ন স্বাস্থ্যকর্মীদের চাকুরী স্থানীয়করণসহ বিভিন্ন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার বিচার দাবি করছেন।

রাজধানী ঢাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা খণ্ড মিছিল নিয়ে মুক্তাঙ্গন, পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাবের সামনে, জিপিও, গুলিস্তানের মাজারের আশপাশে জড়ো হন। এসব সংগঠনগুলো মানববন্ধন, গণসংগীত ও আলোচনা সভা ও সমাবেশ করছে। এসব সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগ, বাংলাদেশে জাতীয়তাবাদী শ্রমিক দল, শ্রমিক ফেডারেশন, জাতীয় শ্রমিক লীগ উত্তরা, মোহাম্মদপুর থানা,বাড্ডা থানা, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় গৃহশ্রমিক সমন্বয় পরিষদ, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক, বাংলাদেশ স্বাস্থ্যকর্মী সেবাসংঘ, জাতীয় শ্রমিক জোটসহ ২০টির বেশি সংগঠন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা