বুধবার সকাল থেকেই শ্রমিক সংগঠনগুলো পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করলেও তাদের দাবি একই। তারা নারীবান্ধব কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও যৌন হয়রানি প্রতিরোধ সুরক্ষা আইন, গাড়ী চালকের দৈনিক শ্রমঘণ্টা, চাকরির নিরাপত্তা, ন্যায্য মজুরি, ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতকরণ, তৈরি পোশাক কারখানাসহ সব কারখানায় শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, আউটসোর্সিং এর নীতিমালা প্রণয়ন স্বাস্থ্যকর্মীদের চাকুরী স্থানীয়করণসহ বিভিন্ন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার বিচার দাবি করছেন।
রাজধানী ঢাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা খণ্ড মিছিল নিয়ে মুক্তাঙ্গন, পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাবের সামনে, জিপিও, গুলিস্তানের মাজারের আশপাশে জড়ো হন। এসব সংগঠনগুলো মানববন্ধন, গণসংগীত ও আলোচনা সভা ও সমাবেশ করছে। এসব সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগ, বাংলাদেশে জাতীয়তাবাদী শ্রমিক দল, শ্রমিক ফেডারেশন, জাতীয় শ্রমিক লীগ উত্তরা, মোহাম্মদপুর থানা,বাড্ডা থানা, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় গৃহশ্রমিক সমন্বয় পরিষদ, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক, বাংলাদেশ স্বাস্থ্যকর্মী সেবাসংঘ, জাতীয় শ্রমিক জোটসহ ২০টির বেশি সংগঠন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।