May 17, 2024, 5:10 am
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যানদের বরণ ও বিদায়।

২ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি.  কম, সৈয়দ আনোয়ার :τ

কুমিল্লার হোমনা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে নব নির্বাচিত এবং বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায় অনুষ্ঠানে অভিনন্দন এবং বিদায় জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা -২( হোমনা- তিতাস) নির্বাচনী এলাকার সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী (সিআইপি)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি স্বপ্নের মানুষ, আমি স্বপ্ন নিয়ে চলি, আমার অনেক স্বপ্ন আছে, স্বপ্নগুলি আমি কৌশলে বাস্তববায়ন করি।’

তিনি আরো বলেন,‘ সরকার ও প্রশাসন মিলেমিশে কাজ করব, সরকার ও প্রশাসনের মধ্যে সম্পর্ক ছাড়া উন্নয়ন সম্ভব নয়।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ও বিদায়ী ভাইস চেয়ারম্যান হাজী মাজেদুল ইসলাম জীবন, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা , বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজিরুল হক ভূঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা