December 21, 2024, 11:57 am
সর্বশেষ:
মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ! মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ৬৪কেজি গাজাসহ ২৫৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

বিয়ে না করলে লাশ হব’

বিন্দুবাংলা টিভি .কম,

ডেস্ক রিপোর্ট ● কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক প্রেমিকা (১৭) অনশন করছেন। সে উপজেলা সদরের উত্তর পাড়া এলাকার হায়েছ মিয়ার ছেলে রমজান আলীর বাড়িতে বিয়ের দাবিতে সোমবার সকাল থেকে এ রির্পোট লেখা পর্যন্ত অনশন করছেন।

তিনি একই এলাকার কুদ্দুছ মিয়ার মেয়ে তানজিনা আক্তার (১৯)। অনশনরত ওই কিশোরী বলেন, চার বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। প্রেমের বিষয়টি আমার মা-বাবা জানতে পারে দের বছর পূর্বে আমাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়।

বিয়ের কিছু দিন পর আবার রমজান আমার সাথে যোগাযোগের চেষ্ঠ করলে প্রথমে আমি তাকে পাত্তা দেইনি। এক পর্যায়ে আমি তার প্রতি দূর্বল হয়ে পড়ি।

এ সংসার ছেড়ে চলে আসলে রমসজান আমাকে বিয়ে করবে। এমন প্রলোভনে আমি স্বামীর বাড়ি ছেড়ে চলে আসি।

আসার পর থেকে প্রায় দের বছর আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে যাচ্ছে। এ ঘটনায় আমার মা-বাবাও আমার প্রতি অসন্তুষ্ঠ হয়ে বাড়ী থেকে বের করে দেয়।

তাই আমি নিরুপায় হয়ে সোমবার সকালে রমজানের বাড়িতে চলে আসি। সে আরো বলেন, আমি এখন দু‘কুল হারা। রমজান আমাকে বিয়ে না করলে এই বাড়ি থেকে আমার লাশ বের হবে।

ওই কিশোরী অনশন শুরু করার পর থেকে রমজান আত্মগোপনে রয়েছে বলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা