July 9, 2025, 5:42 am
সর্বশেষ:
গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী নৌকার পক্ষে প্রচারণায় বিএনপি নেতার ভিডিও ভাইরাল : বিব্রত মেঘনা বিএনপি জুলাইয়ে গণতন্ত্রের ডাক, এখন কেন ‘মার্কা’ তান্ত্রিক পদ্ধতির খোঁজ? মেঘনায় মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া পরিচয়ে চাকরি?

মেঘনা পুলিশের মাদক নির্মূলের পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে নজর দেয়া জরুরি ।

১৩ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,  এম এইচ বিপ্লব সিকদার : কুমিল্লার নিম্নাঞ্চল খ্যাত ঢাকার অদূরে চার দিকে মেঘনা, কাঠালিয়া নদী বেষ্টিত একটি অপার সম্ভাবণার উপজেলা মেঘনা। অল্প কিছু সময় আগের কথা মাদকের ছড়াছড়িতে যুব সমাজ প্রায় ধ্বংসের প্রান্তে পৌঁছে যায় ঠিক সেই সময় বর্তমান ভারপ্রাত কর্মকর্তা আব্দুল মজিদ মাদকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে ধারাহিক জড়িতদের গ্রেফতার  এর ফলে আজ মেঘনা মাদকে যতেষ্ট নিয়ন্ত্রণে ফলে তিনি পরিশ্রমের ফসল হিসেবে এই প্রথম জেলা পুলিশ সুপার থেকে পুরুস্কার পেয়ে মেঘনা বাসীকে অনুপ্রাণিত করেছেন ।সাধারণ মানুষের আস্থার প্রতীক  হয়ে আছেন ।একজন সৃজনশীল কর্মকর্তার আগমনে মেঘনা থানায় গোলাপ থেকে শুরু করে ফুটে বিভিন্ন প্রজাতির ফুল । ফুল বাগানের মালি হিসেবে সকলের প্রসংশিত হয়েছেন। এর ধারাবাহিকতায় মেঘনার চরাঞ্চলের জনগন সচেতনতার অভাবে বাল্যবিবাহের কুফল সম্পর্কে তেমন না জানার অভাবে বাল্যবিবাহ কম বেশি হচ্ছে। এটি একটি সুন্দর সমাজ বিনির্মানে বিরাট অন্তরায় ।আমার বিশ্বাস যদি আপনি জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও নির্বাহী প্রশাসনের সম্মিলিত উদ্যোগে সচেতনতার লক্ষে প্রতিটি ইউনিয়ন এ আপনার নেতৃত্বে টিম ওয়ার্ক করে দেন শুধু কুফল সম্পর্কে ক্যম্পেইন করে জানান দেওয়া যায় এই সামাজিক ব্যাধি থেকে মুক্তি পাওয়া সময়ের ব্যাপার মাত্র। আপনার শৃজনশীল প্রজ্ঞার প্রতিফলন এর ছোয়া মাদকের মত বাল্য বিবাহের ক্ষেত্রে যদি সমাজ টাকে উৎসাহিত করেন সুস্থ ধারায় ফিরে আসবে হাজারো পরিবার। আপনি ই পারবেন ,আস্থা ,বিশ্বাস, পুরোপুরি আছে আপনার উপর । সাধারণ মানুষ আপনার প্রতি ইতিবাচক ধারনা রাখে তাই নেতৃত্ব দিয়ে সকল পর্যায়ের পেশাজীবি জনপ্রতিনিধি ,স্থানীয় নির্বাহী প্রশাসনের সমন্বয়ে যদি কাজটি শুরু করেন তা হলে সফল হবেন নিশ্চিত আমার বিশ্বাস। মনে রাখবে মেঘনার মানুষ, আপনাকে। কেউ চিরস্থায়ী নয় কর্মজীবনে তবে আপনি বেচে থাকবেন সাধারণ মেঘনা বাসীর হৃদয়ে । লেখক, সাংবাদিক ,। সদস্য – ঢাকা সাংবাদিক ইউনিয়ন ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা