October 30, 2024, 1:06 pm

মেঘনায় উদ্বোধনের অপেক্ষায় চাটাম ঘর।

১৬ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম,এম এইচ বিপ্লব সিকদার : হেডলাই পড়ে অনেকের মধ্যে কৌতূহল জাগতে পারে চাটাম ঘর ! হ্যা একটি নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ সম্মত প্রত্যন্ত অঞ্চলে কুমিল্লার মেঘনা উপজেলা রেজিষ্ট্রি অফিসের সামনে রাস্তার পাশে এক ঝাক তরুন উদ্যেক্তা ফাস্ট ফুডের  দোকান গড়ে তুলছেন যার  নাম ” চাটাম ঘর ”      ফেসবুকে উদ্যেক্তারা বিজ্ঞাপন প্রচার শুরু করেছেন উদ্বোধন হচ্ছে খুব শিগগিরই। এ নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে মিস্ত্র প্রতিক্রিয়া লক্ষ করা গেলেও বিষয় টি ভালো সাড়া পাওয়া যাচ্ছে ।উদ্যেক্তারা মন্তব্যের অনুকূলে  যে সমস্য পাচ্ছেন তা থেকে উত্তরনের  কথা বলে দিচ্ছেন ।সেবার মান, খাবারের মান, আচরণ, সব মিলিয়ে যদি ধরে রাখা যায় তা হলে উদ্যেক্তাদের আশার প্রতিফলন হতে পারে ।অনেক সৌখিন ভোজন পিপাসু আছেন যারা ভালো পরিবেশে এমন একটি চাটাম ঘর ই খুঁজছিলেন । প্রচার প্রসারে নজর দিলে ভালো হবে বুঝা যাচ্ছে। উদ্যেক্তারা আমন্ত্রণ জানিয়েছেন মেঘনা বাসীর নিকট পরিদর্শনের জন্য। মান ধরে রাখতে সকলের পরামর্শ তারা আমলে নিয়ে এগিয়ে যাবে ।তাই ঘুরে আসুন চাটাম ঘর ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা