১৭ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম ,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে মাদরাসা ছাত্রী নুসরাতের জবানবন্দি বেআইনিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পিবিআই। বৃহস্পতিবার( ১৬ মে) সকালে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার তার কার্যালয়ে এ কথা জানান। তিনি বলেন, ২৭ মে’র মধ্যে আদালতে এ রিপোর্ট দেয়া হবে।
এ সময় বনজ কুমার মজুমদার বলেন, ‘ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার আংশিক সত্যতা পাওয়া গেছে। এই মাসের ২৭ তারিখের মধ্যেই আমরা নুসরাত হত্যকান্ডের তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেবো। ১৬ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি আমরা। এদের মধ্যে ১২ জনের জবানবন্দি আছে। আদালত প্রতিবেদন চেয়েছে যদি আদালত সন্তুষ্ট হন শুনানি শুরু করতে পারবেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।