July 27, 2024, 3:01 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

কুমিল্লায় বিজিবির সাথে বন্ধুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ি নিহত

  • কুমিল্লার  গোলাবাড়িতে বিজিবির সাথে বন্ধুকযুদ্ধে মোঃ সেলিম মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ি নিহত হয়েছে

সোমবার (২০ মে) ভোররাতে কুমিল্লা সদরের গোলবাড়ি এলাকার “শাহাপুর মাদ্রাসার দক্ষিণ পার্শ্বের বাগানে এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ বিজিবি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোঃ সেলিম মিয়া সদর উপজেলার গোলাবাড়ি এলাকার মৃত. আলী আহাম্মদের ছেলে।

১০ বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর একটি বিশেষ টহলদল সদর উপজেলার গোলাবাড়ি এলাকার “শাহাপুর মাদ্রাসার দক্ষিণ পার্শ্বের বাগান”নামক স্থানে মাদক বিরোধী অপারেশনের জন্য গেলে মাদক চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবিকে উদ্দেশ্য করে গুলিবর্ষণ শুরু করে। বিজিবি টহলদল সরকারি সম্পদ ও জানমাল রক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে । বিজিবির গুলিবর্ষণের সময় মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরে ওই স্থানে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা একজন ব্যক্তি এবং তার কোমড়ে পরিহিত লুঙ্গির সাথে মোড়ানো পলিথিনের ব্যাগ হতে ২ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আশঙ্কজনক অবস্থায় আহত ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । স্থানীয় তথ্য মোতাবেক জানা যায়, উক্ত ব্যক্তির নাম মোঃ সেলিম।

১০ বিজিবির অতিঃ পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী এ বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা