October 8, 2024, 3:23 pm

ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক গজারিয়ায় অল্পের জন্য রক্ষা ৫ জনের প্রান।

২৭ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান :
গজারিয়া প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কে ৫ জন যাত্রী নিয়ে অটোরিক্সা উল্টে গেল সড়কের মাঝখানে। অল্পতে বেচে গেল ৩ ছেলে মেয়েসহ রাসেলের দম্পতি । সোমবার বিকাল ৫টায় মহাসড়কের গজারিয়া ভিটিকান্দি বাস ষ্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। আহত হয়েছে রিক্সা চালক সাইফুল এবং যাত্রী রাসেল পরিবারবর্গ। আহত রাসেল কুমিল্লা জেলার মেঘনা থানার মাহমুদপুর গ্রামের নিবাসী। রাসেল জানায় ভবোরচর বাস ষ্ট্যান্ড থেকে রিক্সা যোগে ভাটেরচর নতুন রাস্তা যেতে ভিটিকান্দি এলাকায় এলে রিক্সা চাকল গতি রোধ করতে গিয়ে এ ঘটনা হয়। তিনি জানান রিক্সার পিছনে দুর পাল্লার যাত্রীবাহী গাড়ী থাকলে আমরা ৫ জনের মৃত্যু হত। অল্পতে বেচে গেলাম সন্তানসহ ৫জন আমরা। ভবেরচর হাইওয়ে ইনচার্জ মো: কবির হোসেন জানান রিক্সা দূর্ঘটনার বিষয়টি অবগত নেই। পবিত্র ঈদের পরে মহাসড়কে এ সব পরিবহন চলবে না।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা