July 14, 2025, 8:42 pm
সর্বশেষ:
জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি শাহীন রেজা, সাধারণ সম্পাদক শহিদ আজাদ উপহারটা তার জন্য ছিল না দেবিদ্ধার লক্ষিপুর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা

যেখানে জিয়া সফল, আ.লীগ সেখানে ব্যর্থ : ড. মোশাররফ

৩০ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি .কম ,ডেস্ক রিপোর্ট :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে সফল হয়েছিলেন সেখানে আওয়ামী লীগ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আর সে কারণেই নিজেদের ব্যর্থতা লুকাতে ভোট ডাকাতি ও দুর্নীতিকে বেছে নিয়েছে আওয়ামী লীগ। তারা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়। সেই কারণে রাজনৈতিক রোষানলের শিকার হয়ে নিরাপরাধ দেশনেত্রী মাসের পর মাস কারাগারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বৃহস্পতিবার (৩০ মে) প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত নয়াবাজার ইউসুফ মার্কেটের দলীয় কার্যালয়ে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়ার একমাত্র অপরাধ তিনি আপসহীন ও গণতন্ত্রকামী। দেশে এখন প্রকাশ্যে লুটপাট চলছে। রূপপুরে বালিশ কেলেঙ্কারীর কথা এখন মানুষের মুখে মুখে। মেগা প্রজেষ্টের নামে দেশে চলছে মেগা দুর্নীতি । সরকার অলিখিত বাকশালের দিকে এগিয়ে চলেছে। এখানে কথা বললেই গুম, নয়তো খুন। এই অত্যাচারের মরণখেলা আর কত দিন চলবে?

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাসারের  সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন-  মহানগর বিএনপির সহ সভাপতি ইউনুস মৃধা, সাবেক কমিশনার নবীউল্লাহ নবী, যুগ্ম সম্পাদক মো. ফরহাদ হোসেনসহ প্রমুখ।

মিলাদে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা শেষে ইফতারের আগে গরীব ও দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা