November 10, 2024, 9:04 pm

৩০ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম,

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট    : টানা দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য শপথগ্রহণ করেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি ১৪তম ব্যক্তি হিসেবে এই দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝে নেন মোদী। তিনি ভারতের ১৭তম প্রধানমন্ত্রী এবং এই দায়িত্ব পালন করা ১৩তম ব্যক্তি। এর আগে ৪জন প্রধানমন্ত্রী টানা ২বার দায়িত্ব পালন করেন। তারা হলেন জওহরলাল নেহরু, ইন্দরা গান্ধী, রাজিব গান্ধী এবং অটল বিহারী বাজপেয়ী।

এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলে বিসমটেক নেতারা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা সহ রাজনীতিবীদরা। মোট ৮ হাজারের মতো আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। শপথ অনুষ্ঠানের কিছুক্ষণ আগে একে একে উপস্থিত হন বিসমটেকের নেতারা। স্বস্ত্রীক উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি ও তার স্ত্রী রাশেদা বেগম রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেই সবাইকে সালাম দিতে দিতে নিজেদের নির্ধারিত আসনে উপবিষ্ট হন।

বাংলাদেশের রাষ্ট্রপতি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্ট, শ্রীলংকার প্রেসিডেন্ট, মিয়ানমারের প্রেসিডেন্ট এবং থাইল্যঅন্ডের প্রধানমন্ত্রী। রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ অন্যান্য নেতারা। তবে উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুখার্জি।

মোদীর শপথের পর একে একে শপথ নেন নতুন নিয়োগপ্রাপ্ত মন্ত্রীরা। সবার প্রথমে শপথ নেন রাজনাথ সিং। এরপর শপথ নেন অমিত। এরপর যথাক্রমে শপথ নেন নিতুন গড়কারি, সদানন্দ গৌড়া, নির্মলা সিতারমন এবং অন্যরা। আমাদের সময়. কম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা