November 21, 2024, 8:51 pm

বিএনপি বলেছিল এদেশের মানুষ বেশি ভাত খায়, কিন্তু আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: তথ্যমন্ত্রী

৩০ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম,

ডেস্ক রিপোর্ট :

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির আমলে খাদ্য ঘাটতির সময় তারা বলেছিল এদেশের মানুষ বেশি ভাত খায়। সেটি ছিল নির্মম তামাশা। আজ শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অতিক্রম করে আমরা চাল রফতানি-কারক দেশে পরিণত হয়েছি। এবছরও ১০ থেকে ১৫ লাখ মেট্রিক টন চাল রপ্তানি করবে বাংলাদেশ।থ

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন।

রমজানে নিত্য-পণ্যের দাম না বাড়ার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া উচিত উল্লেখ করে ড. হাছান বলেন, ‘প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্ত ও খাদ্যের পর্যাপ্ত মওজুদের কারণে এবার রমজানে জিনিসপত্রের দাম বাড়েনি। দলের নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে যাতে ঈদেও অসাধু কোনো ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি না করতে পারে।

মন্ত্রী বলেন, ‘সমালোচনাকে আমরা সমাদৃত করি, কিন্তু অন্ধ ও অসদুদ্দেশ্যমূলক সমালোচনা কখনো মঙ্গল বয়ে আনেনা। একটা গোষ্ঠী সবসময় সমালোচনা করার জন্যই সমালোচনা করে। ধানের দাম এক সপ্তাহের জন্য পড়ে গিয়েছিল, এখন তা ঠিক হয়ে গেছে, সরকারি কর্মকর্তারা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান কিনছে। ধানক্ষেতে সাজানো আগুন লাগানোর ঘটনাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে।

আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে আওয়ামী নেতৃবৃন্দের মধ্যে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, অ্যাডভোকেট বলরাম পোদ্দার আলোচনায় অংশ নেন।

এরপর তথ্যমন্ত্রী কাকরাইলে রাজমণি ঈশা খাঁ হোটেলে ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির ইফতারে যোগ দেন। সমিতির সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক এস এম বাবুল, বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখের সঙ্গে মতবিনিময় করেন ও সংক্ষিপ্ত বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা