October 12, 2024, 1:32 pm
সর্বশেষ:

ছাগলনাইয়া উপজেলায় ভোটার ঘুমালেনও ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ ১৮ জুন।

১৬ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃভোটারগণ জানুক আর না জানুক,পিছিয়ে পড়া ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পুরুষ মহিলা পদে একদিন পর ১৮ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।পঞ্চম দাপে চতূর্থ দপায় ৩১ মার্চ এই উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথাছিল।চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র বাতিলের বৈধতা নিয়ে,বর্তমানে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দ্বিতীয় বারেরমত নির্বাচিত হওয়া,ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল এর সাথে অন্য দুই চেয়ারম্যন প্রার্থী এডভোকেট শহিদ উল্যাহ্ ও সাবেক যুবলীগ নেতা আবদুল হালিমের মনোনয়ন পত্র বাতিল হওয়ার বৈধতা নিয়ে,মামলাগত জটিলতা সৃষ্টি হওয়ায় পূর্বের নির্দিষ্ঠ তারিখে উপজেলাটিতে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়।গত ১৪ মার্চ ফেনী জেলা রিটার্নিং অফিসার কর্তৃক চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ও বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেজবাউল হায়দার চৌধুরী সোহেলকে যে,ঘোষনা দেওয়া হয়েছিল সেই ঘোষনাটি বহাল রেখে সুপ্রিম কোর্ট গত ২২ মে একটি রায় প্রদান করেন এবং রায়টির মধ্যে আগামী ১৮ জুন ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে শুধুমাত্র ভাইস চেয়ারম্যন পুরুষ ও মহিলা এই দুই পদে ভোট গ্রহণের দিন ধার্য করে দেন।
সুপ্রিম কোর্ট এর রায় অনুযায়ী ১৮ জুন উপজেলাটিতে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে দুইজন ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে দুইজন মিলে,দুই পদে মোট চার প্রার্থীর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এই চারজন প্রার্থীর মধ্যে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে (তালা) প্রতীক নিয়ে উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক এনাম মজুমদার ও (মাইক) প্রতীক নিয়ে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনে মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হওয়ার কথা থাকলে ও দলীয় হাই কমান্ড নেতাদের নির্দেশনা অনুযায়ী (মাইক) প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন ইতিমধ্যে মাঠ ছেড়ে দিয়েছেন।যার কারণে এই পদে ও অনেকটা অঘোষিত ভাবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন,(তালা) প্রতিকের প্রার্থী এনাম মজুমদার।
মূলত এই উপজেলাটিতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে (কলস) প্রতীক নিয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী ও (হাঁস) প্রতীক নিয়ে আরমিনা ফেরদৌস, এই দুই প্রার্থীর মধ্যেই শুধুমাত্র একটি পদে ১৮ জুন প্রতিদ্বন্দ্বীতা মূলক ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।১৮ জুন ছাগলনাইয়া উপজেলায় দু’টি ভাইস চেয়ারম্যন পদে যে,ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে,সে বিষয়টি ৮০ পার্সেন্ট ভোটার আদৌ জানেনা।ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি থাকুক বা না থাকুক তদাপি ভোট গ্রহণ সম্পন্ন করতে প্রস্তুতি গ্রহণে, ইতি মধ্যে ছাগলনাইয়া উপজেলা নির্বচন অফিস,উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ অধীক ব্যাস্ত সময় পার করছেন।
ছাগলনাইয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়,১৮ জুন মঙ্গলবার এই উপজেলায় সর্বমোট ৪৭ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা