July 27, 2024, 8:10 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

নিখোঁজের ৪ দিন পর ছাগলনাইয়ায় কৃষকের গলিত লাশ উদ্ধার।

১৬ জুন ২০১৯, বিন্দুবাংলা টি.. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃ ফেনীর ছাগলনাইয়ায় নিখোঁজের ৪ দিন পর জাহাঙ্গীর আলম (৩৯) নামে এক কৃষকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া এলাকার কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৩ জুন (বৃহস্পতিবার) ভোরে জাহাঙ্গীর আলম বাড়ি থেকে বের হয়ে না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খুঁজে স্বজনরা। না পেয়ে তার বাবা আমান উল্যাহ ছাগলনাইয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।রোববার সকালে বাড়ির পাশের জমিতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয় কাউন্সিলরকে জানালে তিনি পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

স্থানীয় কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুছা বলেন,সকালে স্থানীয় লোকজন কৃষক জাহাঙ্গীরের মরদেহ দেখে আমাকে খবর দেয়।পরে স্বজনরা লাশ শনাক্ত করেন।জাহাঙ্গীর আলম কৃষিকাজ করতো,তার কোনো শত্রু নেই বলেও তিনি জানান।

ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহামেদ একটি গলিত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা