October 16, 2025, 5:35 am
সর্বশেষ:
মেঘনার জলারপার নোয়াগাঁওয়ে গ্রামবাসীর উদ্যোগে ভোটকেন্দ্রে নতুন কক্ষ নির্মাণ হয় পদ দিন; নয়তো টাকা ফেরত দিন দুদকের এনফোর্সমেন্ট টিমের তিনটি অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা উদঘাটন সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

নতুন প্রজন্মকে স্বাধীনতার ঘোষকের বাস্তব জীবন ও সঠিক ইতিহাস জানতে হবে

২৩ জুন ২০১,, বিন্দুবাংলা টিভি. কম,সোহাগ মজুমদার,     

খাগড়াছড়ি প্রতিনিধি:

নতুন প্রজন্মকে বাংলাদেশের স্বাধীনতা দিবস,স্বাধীনতার স্থপতি ,ঘোষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,ও বঙ্গমাতা শেখ ফজিলেতুন্নেছার বাস্তব জীবন ও সঠিক ইতিহাস জানার অনুরোধ জানিয়ে গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ থেকে বর্তমান পাহাড়ের রত্ম মনিকা চাকমা ,আনুচিং র্মামা ও আনাই মগিনি উঠে এসে বিশ্বের দরবারে খাগড়াছড়ি তথা বাংলাদেশর ভাবমূর্তি উজ্জল করেছে।

শনিবার (২২জুন) বিকেলে জেলার গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বালক ও বালীকাদের ১২টি করে ২৪ টি দল অংশ গ্রহন করে ।বালকদের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে নারায়ন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা ,অক্ষয়মনি হেযম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনালে নারায়ন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পেনাল্টিতে করা ৫-৪ গোলে বুদংপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।

স্কুল শিক্ষক রবিন্দ্র কুমার নাথের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুইমং মার্মা ,দপ্তর সম্পাদক রাম্প্রু চাই চৌধুরী, যুবলীগের সভাপতি বিপ্লব শীল,ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম ,স্কুল শিক্ষক সূজর র্গজার , মিনু মারমা সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা