October 6, 2024, 7:25 am
সর্বশেষ:
তিতাসকে একটি মডেল উপজেলায় রুপান্তর করা হবে : ড. মারুফ হোসেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউনূসের সংলাপ : নির্বাচন সংস্কারের রোডম্যাপ দাবি মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় করা দুই অভিযোগ প্রত্যাহার শেরপুরে প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম, ৩ জনের মৃত্যুর খবর প্রেসিডেন্টের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ড.মারুফ ও সেলিম ভুইয়ার বিরুদ্ধে থানায় পৃথক অভিযোগ ছাগল উন্নয়ন প্রকল্পে অনিয়ম আমাদের একটি নতুন দেশ নির্মাণ শুরু করতে হবে : ড. ইউনূস সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু

কুসিকে ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ৩৪৬ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪৪৩ টাকার বাজেট প্রস্তাব 

২৭ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা :

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ৩ শত ৪৬ কোটি ৮৮লাখ ২৪ হাজার ৪৪৩ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে নগর ভবনে আয়োজিত নাগরিক সুধী ও সাংবাদিকদের নিয়ে আয়োজিত পাক বাজেট আলোচনা সভায় সিটি মেয়র মনিরুল হক সাক্কু এ বাজেট প্রস্তাব করেন।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তাবিত এ বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৩ কোটি ৬৯ লাখ ৪৩ হাজার টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ২৬৬ কোটি ৪০ লাখ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৯৬ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা।
কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাক বাজেট অলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়–য়া, সিটি কাউন্সিলর সরকার জাভেদ, সিটি কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি ও স্থানীয় নাগরিক ও সাংবাদিকবৃন্দ। এ সময় ব্র্যাকের আঞ্চলিক সমন্বয়কারি আসাদুজ্জামান, প্রোগ্রাম অফিসার(অপারেশন) সজল কুমার সাহা ও এ্যাডভোকেসি ম্যানেজার সাইফ ইকবাল উপস্থিত ছিলেন।

প্রাক বাজেট প্রস্তাবনাকে বাস্তবসম্মত উল্লেখ করে কয়েকটি বিষয়ে আলোচনা হয়। নাগরিকদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে আরো কিছু দৃশ্যমান, আধুনিক ও বাস্তবমুখি সিদ্ধান্ত নেয়ার প্রস্তাব করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা