July 14, 2025, 6:21 pm
সর্বশেষ:
জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি শাহীন রেজা, সাধারণ সম্পাদক শহিদ আজাদ উপহারটা তার জন্য ছিল না দেবিদ্ধার লক্ষিপুর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা

বিরামপুরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বিজিবি কর্তৃক আটক ২ ।

২৭ জুন ২০১,, বিন্দুবাংলা টিভি. কম, আল হেলাল চৌধুরী, দিনাজপুর :

ফুলবাড়ী ২৯বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প হতে আনুমানিক ২৫ গজ দক্ষিণে বিরামপুর-দিনাজপুর বাইপাস মহাসড়কে জয়পুর হাট জেলার সদল থানার গোপালপুর গ্রামের নুরন্নবী ফকির এর পুত্র মাসুদ রানা, ক্ষেতলাল থানার ইকের গ্রামের হাফিজুল ইসলামের পুত্র মঞ্জুরুল আলম ।

প্রথমে বিজিবি এবং পরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে নবাবগঞ্জ থানার বাজিতপুর গ্রামের মোঃ সাইফুল এর হাতে আকস্মকিভাবে হ্যান্ডকাপ পরিয়ে ৫০হাজার টাকা হাতিয়ে নেয় ও তাকে আটক করে মোটরসাইকেল তোলার চেষ্টাকালে চিৎকার শুনে বিরামপুর বিশেষ ক্যাম্পে কর্তব্যরত হাবিলদার সাদির আহমেদ এর নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হয় এবং ডিবি পরিচয়দানকারী ব্যক্তিদ্বয়ের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ডিবি পুলিশ নয় বলে নিশ্চিত হয়। উক্ত ছিনতাইকারীদের নিকট ০১ টি হাতকড়া,০১ টি হিরো ১৫০ সিসি মোটর সাইকেল (নম্বরবিহীন) এবং ০২ টি সেমফোনি মোবাইল সেট পাওয়া গিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিরামপুর থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা